চট্টগ্রাম, ১৭ মাঘ (৩১ জানুয়ারি, ২০২২) : সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের মাতা আলহাজ্ব ফাতেমা জোহরা বেগমের জানাযার নামাজ আজ বাদ আসর নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের ময়দানে অনুষ্ঠিত হয়। মরহুমার নাতি অধ্যাপক হাসিন আবরার জানাযার নামাজে ইমামতি করেন।
উল্লেখ্য, ফাতেমা জোহরা বেগম আজ সকালে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি জানাযার নামাজে অংশগ্রহন করেন।
হুইপ শামসুল হক চৌধুরী এমপি, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, নিজাম উদ্দিন হাজারী এমপি, নজরুল ইসলাম এমপি, আশিক উল্লাহ রফিক এমপি, মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, জেলা পরষিদ চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ জানাযায় অংশগ্রহণ করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি জানাযার পূর্বে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। কদম মোবারক জামে মসজিদ কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।