1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
September 10, 2024, 5:35 pm
Title :
সাতক্ষীরার বাজারগুলোতে উঠেছে পর্যাপ্ত ইলিশ: দামে কিছুটা স্বস্তি সাতক্ষীরা সিটি কলেজের সভাপতি হলেন অধ্যাপক নওশাদ আলম আশু জাপার নতুন প্রেসিডিয়াম সদস্য ও মশিউর রহমান বাবু ক্রীড়া সম্পাদক কুয়েটের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরের গণমাধ্যমকর্মীদের মতবিনিময় চট্টগ্রামসহ ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক : চট্টগ্রামে ফরিদা খানম সাতক্ষীরার পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ মনিরুল ইসলাম এর যোগদান সাতক্ষীরায় পরিকল্পনা বিশ্লেষণ ও দায়িত্ব বন্ঠন মিটিং সাতক্ষীরায় খেলাপি মোটরযানের বিরুদ্ধে মোবাইল কোর্ট কলারোয়ায় ধানদিয়া বাজার সহ বিভিন্ন এলাকায় সাবেক এমপি হাবিবের শুভেচ্ছা বিনিময় ও পথসভা এক হাত নিয়ে বাদাম বিক্রেতাকে জেলা প্রশাসকের আর্থিক সহায়তা প্রদান

আ জ ম নাছির উদ্দীনের মায়ের জানাযায় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর অংশগ্রহন

  • আপডেট সময় Monday, January 31, 2022
চট্টগ্রাম, ১৭ মাঘ (৩১ জানুয়ারি, ২০২২) : সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের মাতা আলহাজ্ব ফাতেমা জোহরা বেগমের জানাযার নামাজ আজ বাদ আসর নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের ময়দানে অনুষ্ঠিত হয়। মরহুমার নাতি অধ্যাপক হাসিন আবরার জানাযার নামাজে ইমামতি করেন।
উল্লেখ্য, ফাতেমা জোহরা বেগম আজ সকালে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি জানাযার নামাজে অংশগ্রহন করেন।
হুইপ শামসুল হক চৌধুরী এমপি, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, নিজাম উদ্দিন হাজারী এমপি, নজরুল ইসলাম এমপি, আশিক উল্লাহ রফিক এমপি, মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, জেলা পরষিদ চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ জানাযায় অংশগ্রহণ করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি জানাযার পূর্বে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। কদম মোবারক জামে মসজিদ কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews