দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের পিতা ইউনুস খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে দেবহাটা প্রেসক্লাব।

শনিবার বিকেলে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের যৌথ স্বাক্ষরিত এক শোক বিবৃতির মাধ্যমে প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ ও কর্মরত সংবাদকর্মীদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

এরআগে সকাল ৯.৪৫ মিনিটে স্ট্রোক জনিত কারনে নির্বাহী অফিসারের সরকারী বাসভবন ‘ইছামতী’তে মৃত্যুবরণ করেন ইউনুস খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বরিশালের ভোলা জেলার বোরহানউদ্দীন উপজেলার বাসিন্দা এবং দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন।

দুপুরে দেবহাটাতে প্রথম জানাযা নামাজ শেষে মরহুমের মরদেহ রাতে তার গ্রামের বাড়িতে পৌঁছেছে। সেখানে দ্বিতীয় জানাযা নামাজ শেষে রবিবার সকালে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।

নির্বাহী অফিসারের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক ছাড়াও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বর্তমান কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি প্রভাষক রাজু আহমেদ, আবু হুরাইরা, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, অর্থ সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক

আরিফ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, সদস্য সুমন পারভেজ বাবু, দিপঙ্কর বিশ্বাস, বায়েজিদ বোস্তামী উজ্জল, সাংবাদিক সুজন ঘোষ, লিটন ঘোষ বাপ্পী, মিজানুর রহমান, ফরহাদ হোসেন সবুজ, এসকে অভি, সজল রহমানসহ কর্মরত সকল গণমাধ্যমকর্মীরা গভীরভাবে শোকাহত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *