আন্তর্জাতিক ডেস্ক : দুর্বল বিশেষ করে মুসলিম দেশগুলোতে হামলা চালাতে জাতিসংঘসহ কারোরই অনুমতি নেয় না আমেরিকা ও তার মিত্ররা। কিন্তু ইউক্রেনকে বারবার আশ্বাস দিয়েও এখন কেবল শব্দবোমা আর নিষেধাজ্ঞা দিয়ে দায়িত্ব শেষ করেছে তারা।
এ অবস্থায় বৃহস্পতিবার মধ্যরাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘আমাদের দেশকে রক্ষার জন্য (সবাই) আমাদেরকে একা ছেড়ে গেছে।’
তিনি বলেন, ‘(ইউক্রেনকে রক্ষায়) আমাদের পাশে থেকে কারা লড়াই করতে প্রস্তুত? আমি কাউকেই দেখতে পাই না। ন্যাটোর সদস্যপদ পাওয়ার ব্যাপারে কে ইউক্রেনকে নিশ্চয়তা দেবে? সবাই ভীত।’
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইউক্রেনকে সামরিক জোট ন্যাটোর সদস্য করতে আমি ২৭ জন ইউরোপীয় নেতাকে অনুরোধ করেছি। কিন্তু কেউই কোনো উত্তর দেয়নি। সবাই ভীত।’
ইউক্রেনের প্রেসিডেন্টের উচিত ছিল আমেরিকা-ব্রিটেনের মতো দেশকে বন্ধু হিসেবে বেছে না নিয়ে রাশিয়ার সাথে সমঝোতা করে চলা। কারণ প্রয়োজন শেষ হলে কিংবা স্বার্থসিদ্ধি না হলে আমেরিকা-ব্রিটেন তাদের মিত্রদের এভাবেই ছুড়ে ফেলে দেয়- ইতিহাসে তার বহু উদাহরণ রয়েছে।