ডেস্ক রিপোর্ট : ছাত্রলীগের কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ নাহিদ হাসান শাহিনের পিতাকে বহিষ্কার করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। গত ৬ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নাহিদের পিতা মো. মারুফ হোসেনকে কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

ছাত্রলীগ নেতা নাহিদের পিতা মারুফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ হিসাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উল্লেখ করেছেন, আগামী ২০ সেপ্টেম্বর স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সাতক্ষীরার বিভিন্ন ইউনিয়নে। এক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ছাত্রলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক নাহিদ হাসানের পিতা মারুফ হোসেন বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে লড়াই করছেন। এছাড়া, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তার কর্মীসমর্থকদের মারুফ হোসেন শারিরীকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি দলীয় কার্যালয়ও ভাংচুর করেছেন।

এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা বি এম মোজ্জামেল হকের নির্দেশনা মোতাবেক কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে মো. মারুফ হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, ছাত্রলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. নাহিদ হাসান শাহিনের পিতা মারুফ হোসেন যেখানে শেখ হাসিনা মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং নানা সময় বিএনপি-জামায়াতের লোকজনকে পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে, তার সন্তানকে ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করারও জোর দাবি জানিয়েছেন সাতক্ষীরা ছাত্রলীগের একাংশ। এই নাহিদের পরামর্শেই জেলা ছাত্রলীগ জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে রক্ত দান করা নিয়ে প্রতারণা করেছিল বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের এক শীর্ষ নেতা।

নাম প্রকাশ না করার শর্তে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের ওই নেতা আরো বলেন, নাহিদ হাসান শাহিন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ থেকে শুরু করে ছাত্রলীগে নিজের প্রভাব বিস্তার করতে চান। তার অনৈতিক হস্তক্ষেপের কারণেই জেলা ছাত্রলীগ পরিপূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলেও অভিযোগ রয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে ছাত্রদল ও শিবিরের কর্মীদের নেতা বানাতে ইতিমধ্যেই নাহিদ চাপ প্রয়োগ করছেন বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *