স্টাফ রিপোর্টার : ইউপি নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়ায়ের মধ্য দিয়ে ইউপি সদস্য পদে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মামাতো ভাইকে পরাজিত করে পুন:রায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুফাতো ভাই মনিরুল ইসলাম।
সূত্রে জানাগেছে, ১১ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের তালতলা-গোপীনাথপুর ০৯ ওয়ার্ডে ইউপি সদস্য পদে (পুরুষ) ৩ জন প্রার্থী অংশ গ্রহণ করেন।
এতে তালতলা-গোপীনাথপুর ০৯ ওয়ার্ডে ইউপি সদস্য পদে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মামাতো ভাই আলাউদ্দীন কে পরাজিত করে পুন:রায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুফাতো ভাই মনিরুল ইসলাম। এ নির্বাচনে ইউপি সদস্য মনিরুল ইসলাম টানা দুই বার নির্বাচিত হয়েছেন।
ভোটের ফলাফলে দেখা গেছে ইউপি সদস্য মনিরুল ইসলাম মোরগ প্রতিকে ১১৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আলাউদ্দীন ফুটবল প্রতিকে ৯৬০ ভোট পেয়েছেন। একই ওয়ার্ডে অপর প্রার্থী সালাউদ্দীন টিউকল প্রতিকে পেয়েছেন ১০ ভোট।