মুরশিদ আলম নয়ন : আশাশুনির ১১টি ইউনিয়নে ইউপি নির্বাচনে আ’লীগ-৫, বিদ্রোহী-৩, অন্যান্য-৩ জন চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করেছেন। যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা হলেন-

১. শোভনালী- আবু বকর সিদ্দিক (সতন্ত্র) জামায়াতে ইসলামী।
২. বুধহাটা- মো. মাহবুবুল হক ডাবলু (আ’লীগ)।
৩. কুল্যা- ওমর সাকী ফেরদৌস পলাশ (আ’লীগ বিদ্রোহী),
৪. দরগাহপুর- শেখ মিয়ারাজ আলী (আ’লীগ)
৫. আশাশুনি সদর- এস এম হোসেনুজ্জামান হোসেন (আ’লীগ)
৬. শ্রীউলা- দীপংকর বাছাড় দিপু (আ’লীগ বিদ্রোহী)
৭.খাজরা- এসএম শাহনেওয়াজ ডালিম (আ’লীগ)
৮. আনুলিয়া- রুহুল কুদ্দুস (স্বতন্ত্র) বিএনপি
৯. প্রতাপনগর- মো. দাউদ আলী (স্বতন্ত্র) জামায়াতে ইসলামী
১০. কাদাকাটি- দীপঙ্কর কুমার সরকার দীপ (আ’লীগ)
১১. বড়দল- জগদীশ চন্দ্র সানা (আ’লীগ বিদ্রোহী)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *