অনলাইন ডেস্ক : সাতক্ষীরার কালিগঞ্জের ১২টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্টিত হয়েছে।
এতে বেসরকারীভাবে বিজয়ী হলেন যারা:
১নং কৃষ্ণনগরে সাফিয়া পারভীন (লাঙল),
২নং বিষ্ণুপুরে জাহাঙ্গীর আলম (আনারস)
৩নং চাম্পাফুল মোজাম্মেল হক গাইন (নৌকা),
৪ নং দক্ষিণ শ্রীপুরে গোবিন্দ মন্ডল(নৌকা),
৫নং কুশুলিয়ায় আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ (নৌকা),
৬নং নলতায় আজিজুর রহমান পাড় (চশমা),
৭নং তারালীতে এনামুল হোসেন (নৌকা),
৮নং ভাড়াশিমলায় নাজমুল হাসান (আনারস),
৯নং মথুরেশপুরে মো: আব্দুল হাকিম (রজনীগন্ধা),
১০ নং ধলবাড়িয়ায় গাজী শওকাত হোসেন (ঘোড়া)
১১ নং রতনপুরে এম আলীম আল রাজী (নৌকা)
১২ নং মৌতলা ফেরদাউস মোড়ল (ঘোড়া),