স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামবাসীর কষ্টলাঘবে কাচারাস্তা সংস্কার করে দিলেন স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম।
তালতলা-গোপিনাথপুর ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে গত বৃহস্পতিবার বিকালে গোপিনাথপুর কাজলের বাড়ি হতে নবোর বাড়ি পর্যন্ত কাচা রাস্তাটি নিজ হাতে সংস্কার করে দেন স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম।
এব্যাপারে ইউপি সদস্য, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম বলেন প্রতিবছর বর্ষার সময় গোপিনাথপুর গ্রামের শতশত মানুষ কষ্ট করে এই কাচা রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন।
সরকারি অনুদানের আসায় বসে না থেকে গ্রামের সাধারণ মানুষের কষ্ট ঘোচাতে প্রায় ত্রিশ হাজার টাকা ব্যয় করে আমার সাধ্যের মধ্যে রাস্তাটি সংস্কারের চেষ্ট করেছি। আগামীতে সরকারি বরাদ্ধ পেলে কাচারাস্তাটি পাকা করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।