স্টাফ রিপোর্টার : গত কয়েকদিনের শৈতপ্রবাহের মধ্যে হাড় কাপানো শীতে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের হত দরিদ্র শীতার্ত মানুষগুলো যখন অসহায় হয়ে পড়েছে, ঠিক তখনই এসব মানুষদের একটু উষ্ণতা দিতে গরমকাপড় নিয়ে ওয়ার্ড বাসীদের পাশে দাঁড়ালেন স্থানীয় জনদরদি ও জনপ্রিয় ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু।
শনিবার সন্ধায় ইটাগাছা বৌ-বাজার এলাকায় হত দরিদ্র শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু।
এদিকে, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু নিজ উদ্যোগে ওয়ার্ডের ১৮শ অসহায় মানুষের মাঝে কম্বর বিতরণ কার্যক্রম হাতে নিয়েছেন। তারই অংশ হিসেবে শনিবার শহরের ইটাগাছা বৌ-বাজার এলাকার ৮০ জন নারী-পুরুষ ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, আনারুল ইসলাম এতিম, আবুল কালাম, শহিদুল ইসলাম, লব কুমার প্রমুখ।