দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহনে দায়িত্বপ্রাপ্তদের ৩দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৬ সেপ্টেম্বর) জি,কে,এ,কে সরকারি পাইলট হাইস্কুল মিলনায়তনে কর্মশালার প্রথম দিন প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস।
প্রশিক্ষণে তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ২৫ জন সরকারি কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারী প্রশিক্ষণ গ্রহন করেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামি ২০ সেপ্টেম্বর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরমধ্যে হেলাতলা ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এজন্য সেখানকার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তাসহ ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্তদের নিয়ে ৩দিন ব্যাপী ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, হেলাতলা ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে আগামী ২০ সেপ্টেম্বর মোট ১৮১৫১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৯০৯৮ জন ও মহিলা ভোটার ৯০৫৩ জন।