আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী মহানবী (স.) ও ইমাম জাফর সাদিক (আ.)-এর শুভ জন্ম বার্ষিকী উপলক্ষে ১ হাজার ৮৬২ জন কারাবন্দীর শাস্তি মাফ অথবা হ্রাস করেছেন। বিভিন্ন আদালতে শাস্তি প্রাপ্তদের যে তালিকা সর্বোচ্চ নেতার কাছে পাঠানো হয়েছিল সেটাতে তিনি সম্মতি দিয়েছেন।
ইরানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম আজেয়ি মহানবী (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.)-এর জন্ম বার্ষিকী উপলক্ষে এক চিঠির মাধ্যমে সর্বোচ্চ নেতার কাছে বন্দীদের একটি তালিকা পাঠান। শাস্তি মাফ ও হ্রাস সংক্রান্ত একটি কমিশন এই কারাবন্দীদেরকে শাস্তি মওকুফের যোগ্য বলে ঘোষণা করার পর তা বিচার বিভাগের প্রধান সর্বোচ্চ নেতার কাছে পাঠান।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বিচার বিভাগীয় প্রধানের আবেদনে সাড়া দিয়ে ১ হাজার ৮৬২ জনের শাস্তি মাফ অথবা হ্রাস করতে সম্মত হন।
মহানবী (স.) শুভ জন্মবার্ষিকী উপলক্ষে বর্তমানে ইরানে ইসলামি ঐক্য সপ্তাহ চলছে।