চট্টগ্রাম, ২৩ জ্যৈষ্ঠ, (৬ জুন) : আজ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ মসজিদ কমপ্লেক্সের লাইব্রেরী হলে ইসলামিক ফাউন্ডেশন ও ইউনিসেফ এর যৌথ আয়োজনে নিরাপদ স্বাস্থসেবা নিশ্চিতকরণে নিরাপদ মাতৃত্ব দিবস বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের সকল জেলার ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকগণসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের প্রতিনিধিগণ এ সভায় অংশগ্রহণ করেন।

মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে নিরপদ মাতৃত্ব দিবস বিষয়ক সভায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ বলতে আমরা শুধু কি মায়ের নিরাপত্তাকে বুঝবো, নাকি আর্থনৈতি ও সামাজিক নিরাপত্তাকে বুঝবো? অনেকগুলো বিষয়ের উপর মায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ নির্ভর করে। আমরা যেটা মনে করি, একজন মায়ের গর্ভকালীন সময় থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরবর্তী দুই বছর পর্যন্ত মায়ের স্বাস্থ্য সুরক্ষার বিষয়কে গুরুত্ব দিতে হবে।

তিনি আরো বলেন, একজন মা যখন থেকে সন্তান নেওয়ার ইচ্ছা পোষন করবেন তখন থেকে ডাক্তার কিংবা স্বাস্থ্যকর্মীদের স্মরণাপন্ন হবেন। কারণ জন্মের প্রথম তিন মাস যখন একটা শিশু তার মায়ের গর্ভে বেড়ে উঠে তখন মায়ের কাছ থেকে ফলিক অ্যাসিড এবং জিংক গ্রহণ করে।

এই অ্যাসিডের অভাবজনিত কারণে নানা ধরণের সমস্যা দেখা দেয়। তাই আমি অনুরোধ করবো, মা বাচ্চা নেওয়ার কমপক্ষে দুই মাস থেকে একটি করে ফলিক অ্যাসিড টেবলেট গ্রহণ করবেন। ফলিক অ্যাসিডের নিশ্চিতকরণের মাধ্যেমে আমাদের সন্তানদের সঠিক বৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি সকলকে মাতৃত্বকালীন সময়ে সরকারি হাসপাতালের স্মরণাপন্ন হতে পরামর্শ প্রদান করেন। করণ একমাত্র সরকারি হাসপাতাল মায়ের নিরাপদ ডেলিভারি নিশ্চিত করতে পারে। সরকারি হাসপাতালগুলোতে সকল প্রকার সেবার ব্যবস্থা রয়েছে।

পবিত্র কোরান তেলওয়াতের মাধ্যমে সভার শুভ সূচনা করা হয়। সভা শেষে সিতাকুন্ড বিএম ডিপোতে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রাজিডিতে নিহত সকল পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবি উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন এর পরিচালক (প্রকাশনা) মো. আবদুস সালাম, উপ-পরিচালক মো. ইদ্রিস, মো. ইউসুফ আলী, মাওলানা আহমদুল হক, মোহম্মদ আনোয়ারুল হক আজাহারিসহ প্রমূখ। ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম কার্যালয় এর উপ-পরিচালক মো. সেলিম উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সূত্র-পিআইডি চট্টগ্রাম
==০==

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *