নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে হতদরিদ্র অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগের উদ্যোগে গভীর রাতে শহরের বিভিন্ন পাড়া, মহল্লায় এবং মোড়ে মোড়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৬ মে রবিবার রাত ১২ টার দিকে সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য, সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগের ব্যক্তিগত অর্থায়নে ঈদ উল আজহা উপলক্ষে হতদরিদ্র অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ সামগ্রী বিতরণ করেন।
এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ শহরের ইটাগাছায়, খুলনারোড মোড়ে ভ্যান চালকদের মাঝে এবং তালতলা, মাগুরা সহ বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে অসহায় মানুষের মাঝে সেমাই, চিনি সহ ঈদ সামগ্রী বিতরণ করেন।
গভীর রাতে ঘুম থেকে ডেকে অসহায় মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দিলে তারা এই অনাকাঙ্খিত ঈদ উপহার পেয়ে বেজায় খুশি হয়ে শেখ তামিম আহমেদ সোহাগের জন্য মন খুলে দোয়া করেন অসহায় সুবিধা বঞ্চিত মানুষগুলো। এসময় উপস্থিত ছিলেন পৌর মৎসজীবী লীগে সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, তালতলা -গোপীনাথপুর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন, শরিফ হাসান প্রমুখ।