নিজস্ব প্রতিনিধি : উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি নিশ্চিত করতে নৌকা প্রতিকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী আলাউদ্দীনকে বিজয়ী করার জন্য ব্রহ্মরাজপুরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আ’লীগের নেতৃবৃন্দ।
রবিবার (৭ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে ধূলিহর ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি বাবু নিলিব মল্লীকের সভাপতিত্বে উপরোক্ত কথাগুলো বলেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ-সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ, সদর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, যুগ্ম- সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, শেখ রফিকুল ইসলাম রানা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা ভেবে চিন্তে সৎ যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীক দিয়েছেন। বিশ্বে যে ক’জন সৎ ও দক্ষ প্রধানমন্ত্রী আছেন তাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম উল্লেখ করে বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী।
আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে যেভাবে আওয়ামী লীগকে নৌকায় ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়ে মানুষের পাশে থাকার সুযোগ করে দিয়েছেন, একইভাবে আগামী ১১’ই নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে নৌকায় ভোট দিন। নৌকায় ভোট দিলে ব্রহ্মরাজপুরের মানুষ উন্নত জীবন পাবে আর গ্রামগুলো শহরের সুবিধা পাবে।