হাফিজুর রহমান শিমুল : প্রতি বছরের ন্যায় এবারও কালিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন অতি উৎসাহ উদ্দীপন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) দিবারাত্রী সাতক্ষীরাস্থ মোজাফ্ফার গার্ডেনের অডিটোরিয়ামে সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।

সন্মানিত অতিথি ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার মোহাম্মাদ রোকনুজ্জামান বাপ্পী, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, ঢাকাস্থ সাতক্ষীরা জনসমিতির সভাপতি খলিলুল্লাহ ঝঁড়ু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মোমতাজ আহম্মেদ বাপ্পী, দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আল ফেরদাউস আলফা, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহম্মেদ পুটু, সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, বাংলাভিষন টিভি চ্যানেলের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ সহ সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক সন্ধ্যা, নব নির্বাচীত ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা, রেফেলে ড্র, আলোচনা সভা ও
পুরস্কার  বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *