আলতাফ হোসেন বাবু : বিনম্র শ্রদ্ধা ভরে ভাষা শহিদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ২১শের প্রথম প্রহরে সাতক্ষীরায় পালন করা হয়েছে অমর ২১শে ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস’২২।

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লেগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম’র নেতৃত্বে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাকপার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সহ-সভাপতি শেক সাহিদ উদ্দীন, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক

লায়লা পারভিন সেঁজুতি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফসার আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভিন রত্না, নির্বাহী সদস্য শেখ নাসেরুল হক, শেখ আব্দুর রশিদ, মো. শাহ্জাহান আলী, মো. সাহাদাত হোসেন, নাজমুন নাহার মুন্নি সহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *