স্টাফ রিপোর্টার : বিনম্র শ্রদ্ধা ভরে ভাষা শহিদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ২১শের প্রথম প্রহরে সাতক্ষীরায় পালন করা হয়েছে অমর ২১শে ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস’২২।
ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাকপার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করা হয়।
সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কের শহিদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সদর উপজেলা শিক্ষা অফিসার জাহিদুল ইসলামসহ সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।