স্টাফ রিপোর্টার : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক বিজয়ের লক্ষে পুন:রায় চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান অসলের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডকাথন্ডা বাজারে উক্ত নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মাজেদের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান অসলে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আফাজ উদ্দীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মহাশিন কবীর পিন্টু, ইউনিয়ন যুবলীগের সভাপতি জুলফিকার আলী জুলু।
নির্বাচনী পথসভায় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে বলেন, এলাকার উন্নয়ন করতে হলে নৌকা মার্কার বিকল্প নেই। নৌকায় ভোট দিলে ১০ টাকা কেজি দরে হতদরিদ্রর মানুষ চাল পায়। নৌকায় ভোট দিয়ে বৃদ্ধরা বয়স্ক ভাতা পায়, নৌকায় ভোট দিলে বিধবারা বিধবা ভাতা পায়, নৌকায় ভোট দিলে কোমলমতি শিক্ষার্থীরা বিনামূল্যে বই পায়। তাই নৌকার উন্নয়নের প্রতিক।
নৌকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিক। নৌকা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র প্রতিক। নৌকা গরিব, দুঃখি, মেহনতি মানুষের প্রতিক। বৈকারী ইউনিয়ন বাসীর ভাগ্য উন্নয়নে আগামী ১১ নভেম্বর নৌকায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আবুল কালাম আজাদ।