আলতাফ হোসেন বাবু : আসন্ন আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী প্রভাষক মঈনুল ইসলামের নৌকা বিজয়ের লক্ষে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সোমবার সন্ধায় আবাদের হাট উক্ত নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবির সভাপতিত্বে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তালার কৃতি সন্তান মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভির হুসাইন সুজন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি জাহিদ হোসেন, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস আচার্য, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাসান বাপ্পি, কয়লা ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন।
নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম বলেন ভাবা চিন্তার দিন শেষ এলাকার উন্নয়ন চাইলে নৌকা বিজয়ের বিকল্প নেই।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মানবতার মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মাঝে উন্নয়নের রোল মডেল। তাই ১১ নভেম্বর সারা দিন নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মঈনুল ইসলাম কে বিজয়ী করতে হবে।