মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় “ঐতিহাসিক মুজিবনগর দিবস” উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ এপ্রিল) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“ঐতিহাসিক মুজিবনগর সরকার স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। মুজিবনগর সরকারের গুরুত্ব অপরিসীম। জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবার এবং জাতীয় চারনেতার রুহের মাগফিরাত কামনা করে তিনি আরো বলেন, যারা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা জানেনা।
জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী। বঙ্গবন্ধু মানেই স্বাধীন বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সারা বিশ্ব বিশ্ববন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছে। আগামী প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে।”
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশিদ, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মো. মুজিবর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে “ঐতিহাসিক মুজিবনগর দিবস” উদ্যাপন উপলক্ষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় জেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।