আলতাফ হোসেন বাবু : ঐতিহাসিক ৭ই মার্চ প্রথম বারের মত জাতীয় দিবস উৎযাপন উপলক্ষে সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক ৭ই মার্চ প্রথম বারের মত জাতীয় দিবস উৎযাপন উপলক্ষে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে উক্ত বীর মুক্তিযোদ্ধা সমাবেশে অনুষ্ঠিত হয়।
আজ রবিবার সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের বাস্তবায়নে বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মোশারফ হোসেন মশু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপসচিব এম এম মাহামুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপসচিব মো: বদিউজ্জামান, সাতক্ষীরা জেলা আওয়ামী লেগের যুগ্ন-সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা হাসানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ সহ জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।