শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাতক্ষীরা-০৪ আসন শ্যামনগর ও কালিগঞ্জ এর সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী আনিছুজ্জামান আনিস, যুগ্ম সাধারন সম্পাদক স.ম আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুশান্ত কুমার বাবুলাল, আওয়ামী লীগ নেতা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, নুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল রানা বাবু,বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক ভবতোষ মন্ডল, প্রভাষক ওলিউর রহমান প্রমুখ।
এ সময় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মুফতি মাওলানা আব্দুল খালেক।