আলতাফ হোসেন বাবু : আগামী ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৭ ই মার্চ জন্মবার্ষিকী উদযাপন ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে, সাতক্ষীরা শহরের অবস্থানরত নেতৃবৃন্দসহ অংঙ্গ – সহযোগী সংগঠনের সমন্ময়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার সন্ধায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি শেখ সাঈদ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ওসমান গণি, শিক্ষা ও মানবসিম্পাদক বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শুভ্রত ঘোষ, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভিন রত্না, অন্যতম সদস্য ও সদর
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এসএম শওকত হোসেন, সদস্য জেএম ফাত্তা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মনিরুল ইসলাম মাসুম, মীর মোশারফ হোসেন মন্টু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী প্রমুখ।