পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটা টাটা ক্রপকেয়ার কোম্পানির পরিবেশক সম্মেলন কক্সবাজার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় টাটা ক্রপ কেয়ার কোম্পানির চেয়ারম্যান গোবিন্দ সাধুর সভাপতিত্বে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কেশব সাধুর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ এগ্রো বিজনেস লিমিটেড এর নির্বাহী পরিচালক আবু নাসের আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ এগ্রো বিজনেস এর চিপ অপারেটর মহাতাব উদ্দিন, হেড ইন্টারন্যাশনাল সেলস এন্ড ডেভেলপমেন্ট ম্যানেজার ইউনাইটেড কেমিকাল দিল্লি ভারতের পার্থ চক্রবর্তী, প্রাণ এগ্রো বিজনেস এর প্রতিনিধি শুভ ইসলাম, টাটা ক্রপ কেয়ার কোম্পানির ডাইরেক্টর দেবাশিষ সাধু ও স্বপন সাধু, কোম্পানি উপদেষ্টা সাইফুল ইসলাম প্রমুখ।
পরিবেশক সম্মেলন বিভিন্ন এলাকা থেকে তিন শতাধিক ডিলার অংশ গ্রহন করে। টাটা ক্রপ কেয়ার কোম্পানির চেয়ারম্যান এ সময় বলেন আপনাদের সকলের সহযোগিতায় টাটা ক্রপ কেয়ার কোম্পানি এখন দেশের ৪২ টি জেলায় তাদের প্রোডাক্ট পৌঁছে দিয়েছে।
আগামীতে দেশের ৬৪ জেলায় কৃষকের হাতে আমাদের প্রোডাক্ট পৌঁছে যাবে। কৃষকের সেবার মান বাড়িয়ে ফসল বৃদ্ধি অব্যাহত রেখে ব্যবসা সম্প্রসারণ করাই আমাদের লক্ষ্য। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে টাটা ক্রপ কেয়ার কোম্পানির পন্য নিশ্চিন্তে ফসল উৎপাদনে সহায়ক হিসাবে কাজ করে যাচ্ছে বলে জানান তারা।