এস এম সোহাগ রানা : সাতক্ষীরার তালা সহ দেশের ৫৭ জেলা মহামারী করোনা ভাইরাস ও সম্প্রতি ঝুঁকিপূর্ণ, এমতাবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কঠোর লকডাউন দেওয়ার পরিকল্পনা নিয়েছে।

তারই ধারাবাহিকতায় আজ (৩০শে জুন) কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ উল- হাসানের নেতৃত্বে তালা উপজেলা প্রশাসন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এসময় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাজারে বাজারে মানুষকে সচেতনতামূলক বক্তব্য রাখেন এবং বাংলাদেশ সরকারের আইনের প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে লকডাউন সাফল্য করতে সরকারকে সহযোগিতা এবং নিজ পরিবারকে মহামারী কোভিড ১৯ থেকে পরিবারের সদস্যদের সুরক্ষিত থাকার পরামর্শ দেন।

১লা জুলাই থেকে কঠোর লকডাউনের সময় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশ দেন। এ সময় ১০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *