আলতাফ হোসেন বাবু : সাতক্ষীরায় বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ বিশিষ্ট কবি শেখ মফিজুর রহমান-এর কবিতা থেকে আলোচনা ও আবৃত্তি-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
কবিতা পরিষদ সাতক্ষীরার আয়োজনে এবং বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সার্বিক সহযোগিতায় ৫ ফেব্রুয়ারি শনিবার সন্ধায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে কবি শেখ মফিজুর রহমান-এর কবিতা থেকে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠিত হয়।
কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি মন্ময় মনিরের সভাপতিত্বে ও কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি মন্ডলির সদস্য গুলশান আরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরায় বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ বিশিষ্ট কবি শেখ মফিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা রশিদ, জজ কোটের পিপি এ্যাড. আব্দুল লতিফ, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হেসেন।
কবি শেখ মফিজুর রহমান-এর কবিতা ও কাব্যদর্শন শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবিতা পরিষদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল।
সাতক্ষীরায় বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ বিশিষ্ট কবি শেখ মফিজুর রহমান রচিত কবিতা আবৃত্তি করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, কবি মাসুদুর রহমান (কেশবপুর), মনিরুজ্জামান ছট্টু, দিলরুবা, স্বপ্না চক্রবর্তী, রাজীব মেহবুব, তামান্না জাবরিন, তাছনিমাহ তুষ্টি, লামইয়া মারজান, অনিষা রায়, মুহাম্মদ মহাথির রাহমান এবং মন্ময় মনির।