“জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই” কবি সিকান্দার আবু জাফর এর “বাংলা ছাড়ো” কবিতার এই চরণটির সুত্র ধরেই বঙ্গবন্ধুর ০৭ মার্চের ভাষনের মিল পাওয়া যায় বলে অভিজ্ঞ মহলের মত পাওয়া যায়। গতকাল ১৯ মার্চ ছিল কবি সিকান্দার আবু জাফর এর ১০২ তম জন্মবার্ষিকী।
দিনটি উদযাপনের জন্য জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে, ১৯ মার্চ বেলা এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল আলমের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) এমএম মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনদ কুমার, তালা এসিল্যান্ড তারিক সিদ্দিকী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মঈনুল ইসলাম, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুল ইসলাম, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, কবি পরিবারের সৈয়দ জুনায়েদ আকবরসহ আত্মীয়জন।
এছাড়া সাতক্ষীরা হতে উক্ত জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য ও আবৃত্তি করেন কবি পল্টু বাসার, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সব্যসাচী আবৃত্তি পরিষদের সাধারন সম্পাদক মনিরুজ্জামান ছট্টু, কবি শুভ্র আহমেদ, ম্যানগ্রোভ প্রকাশনীর স ম তুহিন, সিকান্দার একাডেমির সেক্রেটারি মনিরুজ্জামান মুন্না প্রমুখ। প্রধান অতিথি তালার স্কুল -কলেজ ও শিশুদের নিয়ে কবির জন্মদিনের কেক কেটে সবাইকে খাওয়ান।