অনলাইন ডেস্ক : করোনারভাইরাসের সংক্রমণ আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. সাবিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল,কলেজ ও সমপর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে ২০২০ ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।