নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রোটারী ক্লাব অব জাহাঙ্গীর ঢাকা’র পক্ষ থেকে বাংলাদেশের আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ডিস্ট্রিক ৩২৮১ নাজনীন আরা নাজু রোটারী ক্লাব অব জাহাঙ্গীর ঢাকা’র পক্ষ থেকে শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের এডমিন শাহীন আহমেদ’র হাতে বিতরণের লক্ষ্যে ২ হাজার
বক্স মাস্ক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ভাইস প্রেসিডেন্ট,
সাতক্ষীরা চেম্বার অব কমার্সের উর্দ্ধতন সহ-সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোটাঃ শামীমা পারভীন রত্মা, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী শাহী, রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা আরটিএন ও ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং সিইও লিংটেক আইটি প্রকৌশলী শামস্ ইশতিয়াক শোভন প্রমুখ।