নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মহামারী
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড
সানিটাইজার বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট।
রবিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা হিসাব রক্ষন অফিসের
ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিনান্স কর্মকর্তা অশোক কুমার মল্লিক,
ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিনান্স কর্মকর্তা মো. শওকত হোসেন ও জেলা
একাউন্টস এন্ড ফিনান্স এস এ এস সুপার মো. আব্দুস সোবহানের হাতে তুলে দেওয়া হয় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক, হ্যান্ড সানিটাইজার, প্যাড ও কলম।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, কার্যনির্বাহী সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ আব্দুল আলিম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের অফিস সহকারি মো. কামরুল ইসলাম, উপ-যুব প্রধান মো. ইলিয়াস হোসেন,
যুব সদস্য মো. সাইফুল ইসলাম, আসিফ হাসান প্রমুখ।
এসময় জেলা হিসাব রক্ষন কর্মকর্তা ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কর্মকর্তা ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।