দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা পরিষদ জামে মসজিদের প্রাক্তন খতিব মাওলানা শেখ কামরুল ইসলাম (৫৫) ইন্তেকাল করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ জুন) ভোর রাতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা, ২ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম মাওলানা শেখ কামরুল ইসলাম কলারোয়া উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও কলারোয়া পৌরসভার ২ং তুলসীডাঙ্গা ওয়ার্ডের বিবাহ রেজিস্টার (কাজী) হিসাবে দায়িত্ব
পালন করেছেন।
তিনি জাতীয় ইমাম সমিতির কলারোয়া উপজেলা শাখার কোষাধ্যক্ষ ছিলেন। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। মরহুম মাওলানা শেখ কামরুল ইসলামের দাফন সম্পন্ন করেছেন কলারোয়ায় স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন ’সেবা’র দাফন টিমের সদস্যরা।