করোনায় সংক্রমণ ও মৃত্যু প্রতিদিনই বাড়ছে। তবে চিকিৎসার জন্য নেই পর্যাপ্ত সরঞ্জাম। তাই এমন সংকটাপূর্ণ মুহূর্তে করোনা আক্রান্তদের জীবন বাঁচাতে ফ্রি অক্সিজেন সেবা ও অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।

যে কোন মুহূর্তে বিপদগ্রস্ত মানুষ ফোন করলেই বাড়িতে পৌছে যাবে ফ্রি অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সার্ভিস। রবিবার (১১ জুলাই) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে ফ্রি অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন পরবর্তী জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনীতিবীদসহ গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেন উপজেলা চেয়ারম্যান বাবু।

এসময় তিনি বলেন, রোগীরা অবস্থা মুমূর্ষু হয়ে পড়লে তাদের জীবন বাঁচাতে একমাত্র অক্সিজেন সিলিন্ডারই প্রয়োজন। তবে গ্রাম্য ও শহর পর্যায়ে যারা নিজ বাসাতে থেকে চিকিৎসাসেবা গ্রহণ করছে তাদের পক্ষে অক্সিজেন জোগাড় করা অনেক কষ্টের এবং ব্যয়বহুল।

তাই এ দু:সময়ে সাতক্ষীরা সদর উপজেলাবাসীদের জন্য মানবিক ব্যক্তিদের সহযোগীতায় এ ব্যবস্থা করেছেন বলে জানান তিনি। সদর উপজেলা চেয়ারম্যানের নাম্বারের পাশাপাশি ফ্রি অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য হটলাইন নাম্বার হিসেবে ব্যবহৃত হবে অ্যাম্বাসেডর জাকিরের ব্যবহৃত ০১৯৫৬-৯৬৫৬০৬ ও ০১৭১৯-৫৮০০৫৯ ফোন নাম্বারটি। প্রেসবিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *