নাহিদ হাসান : করোনা আক্রান্ত সদরের লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম কে দেখতে গেলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
মঙ্গলবার সন্ধায় সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু শহরের একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধিন লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম। এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।
সেখানে উপস্থিত ছিলেন এ্যাড. শাহেদ জামান, লাবসা ইউপি সদস্য মনিরুল ইসলাম, সাতক্ষীরা টাইমস টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক সাংবাদিক আলতাফ হোসেন বাবু, গাজি বিপ্লব প্রমুখ।
উল্লেখ্য, গত কয়েকদিন পূর্বে লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জ্বর ও সর্দি জনিত রোগে আক্রান্ত হন। এবং তিনি নাকে ঘ্রাণ পাচ্ছিলেন না। ইউপি চেয়ারম্যান অসুস্থ্য হয়ে পড়লে তিনি শহরের একটি বেসরকারি হসপিটালে ভর্তি হন। সেখান থেকে নমুনা পরিক্ষা করে ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের করোনা পজেটিভ আসে।
বর্তমানে তিনি মেডিসিন বিশেষজ্ঞ ডা. আরিফ আহমেদ এবং কার্ডিওলজিস ডা. সুমন কুমার দাশের তত্বাবধানে চিকিৎসাধিন রয়েছেন। তবে ইউপি চেয়ারম্যান আব্দুর আলিম পূর্বে থেকে ভালো রয়েছে। তিনি সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।