ডেস্ক রিপোর্ট : বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় ও সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের বিভিন্ন পয়েন্টে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিম করোনা ভাইরাস প্রতিরোধে পথচারীদের মাঝে মাস্ক এবং সচেতনত মূলক লিফলেট বিতরণ করা হয়।
বেলা ১২ টার সময় সাতক্ষীরা জেলা কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা বলেন, ” সাতক্ষীরা জেলা ছাত্রলীগের এই কার্যক্রম চলমান থাকবে। সাতক্ষীরায় করোনা ভাইরাস প্রতিরোধে আরও সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হবে।