গতবারের মত করোনা মহামারীতে করোনা আক্রান্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জি.এম স্পর্শ।
তিনি তার উপজেলা পরিষদের দুই মাসের বেতনের অর্থ দিয়ে করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন। শনিবার লকডাউনে থাকা কয়েকটি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পাঠিয়েছেন।
জি.এম স্পর্শ বলেন,আমরা বর্তমানে কঠিন সময় পার করছি। আমার সাধ্যমত চেষ্টা করছি এই দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। চেষ্টা করে যাবো সব সময় অসহায় মানুষের পাশে থাকতে।