সাতক্ষীরা সনাতন ধর্মীয় যুব সংঘ তাদের অব্যাহত কর্মসূচির অংশ হিসেবে সোমবার শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরে দুইজন করোনা যোদ্ধাকে সম্মানিত করে। সংগঠনের সাধারণ সম্পাদক রনজিত ঘোষ এর সঞ্চালনায় ও সভাপতি ডাক্তার সুব্রত ঘোষ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সভাপতি ব্যবসায়ী পলাশ দেবনাথ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসকন সাতক্ষীরার প্রাণপুরুষ পরমপুরুষ কৃষ্ণদাস ব্রহ্মচারী। এদিন সাতক্ষীরার দুইজন মহিলা চিকিৎসককে করোনা যোদ্ধা সম্মাননা প্রদান করা হয়।
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. ইলিকা ঘোষের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। করোনাকালে নিরলস সেবা প্রদানের জন্য সাতক্ষীরার ২৫ জন করোনা যোদ্ধাকে সম্মান জানাবে সনাতন ধর্মীয় যুব সংঘ সাতক্ষীরা।