স্টাফ রিপোর্টার : করোনা রোগীদের জীবন বাঁচাতে মানবতার সেবায় নিয়োজিত রয়েছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার সন্ধায় একজন করোনা রোগীর বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌছে দিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সদস্যরা। সাতক্ষীরা পৌরসভার পলাশপোল বৌবাজার এলাকার বাসিন্দা লতিফা আনান সাতক্ষীরা জেলা ছাত্রলীগের জরুরি অক্সিজেন সেবা নেয়ার জন্য ফোন করেন।
ফোন পাওয়ার সাথে সাথে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কর্মী তৌহিদ হাসান, হাসিবুল হাসান সৌর্হাত, শাহরিয়ার গালিব, অতি বৃষ্টির মধ্যেও অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌছেযান করোনা রুগী লতিফা আনানের বাসায়।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগ সভাপতি এস এম আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক মো: সুমন হোসেন বলেন করোনা কালীন সময়ে সর্বদা মানুষের পাশে থাকবে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ ।
বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবা পেতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের হট লাইন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জনানানো হয়েছে। 01756581899 /01765550559