সাতক্ষীরায় করোনা রোগীদের সেবায় “সাতক্ষীরা-৯৩” কে অক্সিজেন সিলিন্ডার প্রদান করছেন বাংলাদেশ অলিম্পিকের সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন।
সাতক্ষীরার কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ সভাপতি ইঞ্জিনিয়ার শেখ বশির আহমেদ মামুন সাতক্ষীরা জেলায় অতিমারি করোনায় আক্রান্ত রোগীদের ফ্রী অক্সিজেন সেবার জন্য মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন ” সাতক্ষীরা-৯৩”এর সেবা কাজে উদ্ভুর্দ্ধ হয়ে এই দূর্যোগে সাতক্ষীরার মানুষের সেবা প্রদানের জন্য ১০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন।
১০ জুলাই শনিবার ঢাকাতে তার কার্যালয়ে তিনি “সাতক্ষীরা-৯৩” এডমিন শেখ নাজমুর রহমান ও সদস্য সজল আহমেদ এর হাতে ১০টি অক্সিজেন সিলিন্ডার ক্রয়ের অর্থ প্রদান করেন।
প্রচার বিমুখ শেখ বশির আহমেদ মামুন একজন প্রকৌশলী এবং ব্যবসায়ী। সাতক্ষীরার সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি। এই মহামারি দূর্যোগে তিনি সাতক্ষীরা মানুষের সেবার জন্য ঔষধ ও ৫০ টিরও অধিক অক্সিজেন সিলিন্ডার প্রদান করছেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনকে।
এছাড়াও তিনি বিভিন্ন দূর্যোগে, দুঃসময়ে বিশেষ করে সাতক্ষীরার ক্রীড়াঅঙ্গন কে সমৃদ্ধ করার জন্য ক্রীড়াবিদদের পাশাপাশি ক্রীড়া সংগঠনকে ব্যক্তিগত ভাবে দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা করে আসছেন। ক্রীড়া ক্ষেত্রে তিনি বাংলাদেশ আবহনী ক্লাবের সম্মানিত পরিচালক।
সাতক্ষীরা-৯৩ এর এই সেবা কাজে তার এই অনুদান প্রদান করে সহযোগিতা করার জন্য সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও তার দীর্ঘায়ু কামনা করছেন সংগঠনের সকল সদস্য ও সদস্যাবৃন্দ।
এছাড়াও সাতক্ষীরা-৯৩ কে যে সকল হিতৈষী বিভিন্ন ভাবে সহযোগিতা প্রদান করেছেন তাদের প্রত্যেকের প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সকলসদস্য।
সাতক্ষীরা-৯৩ এর পক্ষ থেকে সাতক্ষীরার সকল সামর্থ্যবান ব্যক্তিদের কাছে আহবান আসুন আমরা আমাদের সকলের সাধ্যমত এই মহামারিতে অসহায় মানুষের পাশে এসে দাড়ায় এবং মানুষের প্রাণ রক্ষাত্রে এগিয়ে আসি। প্রেস বিজ্ঞপ্তি