করোনা পরিস্থিতি উদ্বেগজনকভাবে বৃদ্ধির কারণে সাতক্ষীরার জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে জেলা ও উপজেলায় সর্বসাধারণকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি অনুসরণ, সামাজিক দূরত্ব বজায় ও গণপরিবহণসহ ব্যবসা প্রতিষ্ঠান (জরুরী পরিসেবা ব্যতীত) বন্ধ রাখার বিষয় তদারকির নিমিত্ত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। ১৯ এপ্রিল পরিচালিত মোট ১৩টি মোবাইল কোর্ট অভিযানে ৫৪টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৫৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।