পটিয়া (চট্টগ্রাম), ২২ আশ্বিন (৭ অক্টোবর) : করোনা মোকাবেলায় সঠিকভাবে মাস্ক ব্যবহার, হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, শারীরিক ও সামাজিক দুরত্ব মেনে চলা, টিকা নেওয়া, করোনা বিষয়ক যোগাযোগের ফোন নাম্বার প্রভৃতি জনগুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে ফেস্টুন স্থাপন করা হয়েছে।
পটিয়া তথ্য অফিস ব্যবস্থাপনায় এবং ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ” শীর্ষক প্রকল্পের C4D খাতের আওতায় জনসাধারণকে স্বাস্থ্যবার্তা প্রদান এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনের লক্ষ্যে এসব ফেস্টুন স্থাপন করা হয়। দক্ষিণ চট্টগ্রামের ৮ উপজেলায় বিগত কয়েকদিনে ২৪০টি ফেস্টুন স্থাপন করা হয় ।
পটিয়া তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার দীপক চন্দ্র দাস এ কার্যক্রম মনিটরিং করেন। এসময় তিনি স্বাাস্থ্যবিধি পালন এবং করোনা প্রতিরোধে টিকা গ্রহণে তৃণমূল জনগণকে উদ্বুদ্ধ করেন।
প্রান্তিক পর্যায়ে স্থাপিত এসব সচেতনতামূলক ফেস্টুন থেকে প্রয়োজনীয় তথ্য অবগত হয়ে সাধারণ মানুষের মধ্যে করোনা সচেতনতা বৃদ্ধি পেয়েছে।
পাশাপাশি বিভিন্ন গুজব ও অপপ্রচার থেকে মুক্ত হয়ে তারা করোনা টিকা গ্রহনে উদ্বুদ্ধ হয়েছে। সাধারণ মানুষ এখন করোনা টিকা গ্রহনে প্রতিদিনই নিবন্ধন করছে এবং নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিচ্ছে। কেন্দ্রগুলোতে এখন টিকা গ্রহীতাদের দীর্ঘ সারি পরিলক্ষিত হচ্ছে।