দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার চন্দনপুরের বীর মুক্তিযোদ্ধা ও নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। বিজয়ের মাসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চন্দনপুরের বৈশাখী সংঘ ও পাঠাগারের আয়োজনে ওই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী বছরের শেষ শুক্রবার(৩১ ডিসেম্বর) সন্ধ্যায় চন্দনপুর স্কুল চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংবর্ধিত নব নির্বাচিত চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা।

সাবেক ইউপি সদস্য সাংবাদিক হাসান মাসুদ পলাশের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংবর্ধিত যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, বীর মুক্তিযোদ্ধা মইনুউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শাহাজান, বীর মুক্তিযোদ্ধা খাদেমুল,বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা হবিবার রহমান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কর্মকর্তা লাবলু হোসেন, সংবর্ধনা কমিটির কর্মকর্তা মনিরুজ্জামান মনি, নাঈমুর রহমান হিমেল সহ বীর মুক্তিযোদ্ধাগণ, আ’লীগ, যুবলীগ নেতৃবৃন্দ, সূধি ও সাংবাদিকবৃন্দ। সব শেষে মুক্তিযুদ্ধ ভিক্তিক নাটক মঞ্চস্থ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *