দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার(৮ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে পৌর সদরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট আল আমীন।
অভিযানকালে উপজেলা মোড়স্থ রাজ হোটেলের মালিকসহ ৩ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ -২০১৯’ আইনের আওতায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আদালত কার্যক্রমে সহায়তা করেন বেঞ্চ সহকারী মাকুদুর রহমানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।