দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় প্রমোশন অফ বেসড কমপ্লিমেন্টারি ফিডিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় সিংগা কমিউনিটি ক্লিনিকের আয়োজনে প্রশিক্ষণ কমর্শালাটি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(৮ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান।
বিশিষ্ঠ সমাজ সেবক কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা ফজলুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিংগা হাইস্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ,  শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, পরিবার পরিকল্পনা পরিদর্শক নূর মোহাম্মদ, স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,ইউপি সদস্য
মোতাহার হোসেন সুপার, সিংগা ক্লিনিকের সিএসসি আমজাদ হোসেন, মাস্টার আব্দুস সবুর, পল্লী চিকিৎসক আজিজুল ইসলকম সহ ৭৫ জন অংশগ্রহনকারি মা-বাবা অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক গোলাম সরোয়ার। প্রশিক্ষণে বক্তারা পুষ্টিমান সম্পন্ন খাবার ও ঘরে তৈরি শিশুর পরিপূরক খাবার খাওয়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। অনুরুপভাবে একইদিন নাকিলা কমিউনিটি ক্লিনিকে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *