দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ই- ল্যাব ডায়াগনস্টিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষ উৎযাপনে ডায়াগনস্টিক সেন্টারে বৃহস্পতিবার সকাল ৯ টায় দু:স্থ ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে ওই চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অভিজ্ঞ ও খ্যাতনামা চিকিৎসক ডা. মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, প্রাথমিক পরীক্ষা এবং সঠিক দিকনির্দেশনা প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই ল্যাব ডায়াগনস্টিকের জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম মিঠু, ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান, প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার শেখ মাহমুদুল হাসান (মাহমুদ), কর্মকর্তা মোঃ রুস্তম আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। ই ল্যাব ডায়াগনস্টিকের ডিরেক্টর (এডমিন) খায়রুজ্জামান জানান, সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে সঠিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে এই মহতি উদ্যোগ এবং এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। ওই দুন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।