দীপক শেঠ, কলারোয়া : করারোয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে সোমবার(২৩ মে) বেলা ১২ টার দিকে ওই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপজেলা শহরে সাধারন মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মনোরোম পরিবেশে হোমিও মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় আমি মুগ্ধ। তিনি কলারোয়া বাসীর স্বাস্থ্যসেবা সহ সার্বিক উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন।
হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার আব্দুল বারিকের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ ডাক্তার হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ ইউনুস আলী, প্রতিষ্ঠাতা ও কলেজ পরিচালনা পর্ষদের উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, পরিচালনা পর্ষদের সদস্য ডা. আশিকুর রহমান, সাবেক পরিচালনা পর্ষদের সদস্য প্রয়াত ডা. আনিছুর রহমানের পুত্র ডা. শফিকুর রহমান সহ কলেজে অধ্যাযনরত শিক্ষার্থীবৃন্দ, সূধি ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।