দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ার বোয়ালিয়া গ্রামের গরিব মেধাবী ছাত্রী নাদিরা খাতুনের উচ্চ শিক্ষা লাভে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। কলারোয়ার ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান “খান রেজাউল ইসলাম এন্ড সন্স ট্রাষ্টের” পক্ষ থেকে ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শুক্রবার(৩১ জানুয়ারী) বিকাল ৩ টায় কলারোয়া আলিয়া ফাযিল মাদ্রাসার হলরুমে যৌথভাবে অনুষ্ঠিত ইমাম – মোয়াজ্জিন সম্মেলন ও সহায়তা প্রদান অনুষ্ঠানে মেডিকেলে সুযোগ প্রাপ্ত গরীব মেধাবী ছাত্রী নাদিরাকে ট্রাস্টের কর্মকর্তা কলারোয়ার কৃতি সন্তান দুদক পরিচালক ড. খান মোঃ মিজানুল ইসলাম সেলিম প্রেরিত অর্থ (২০ হাজার) তুলে দেন বিশিষ্ঠ সমাজসেবক সহোদর খান সাফায়েতুল ইসলাম সোহাগ। খান রেজাউল ইসলাম এন্ড সন্স্ ট্রাষ্টের পক্ষ থেকে মেধাবী ছাত্রী নাদিরা খাতুনকে উচ্চ শিক্ষালাভে প্রতিমাসে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানা যায়।
উল্লেখ্য, বোয়ালিয়া গ্রামের এক দরিদ্র পরিবাবের কন্যা নাদিরা খাতুন চলতি মেডিক্যাল ভর্তি পরীক্ষায় চাদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে বলে অসহায় পরিবার থেকে জানা যায়।