দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় এক ট্রাকের হেলফার নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, কলারোয়া পৌরসভাধীন ফুড গোডাউন সংলগ্ন এলাকায়। স্থানীয়রা জানায়, কলারোয়া পৌরসভাধীন খাদ্য গুদাম সংলগ্ন আলিয়া মাদ্রাসার সামনে যশোর- সাতক্ষীরা মহা সড়কের ধারে একটি বালিবাহী ট্রাকের টায়ার(চাকা) পাংচার হওয়ায় ওখানে অবস্থান করছিলো।
বুধবার(২৯ জানুয়ারী) ভোরে ( ফজরের নামাজ পূর্বে) সাতক্ষীরা মুখি দ্রুতগামী একটি পণ্যবাহি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। জোরালো ধাক্কায় চলন্ত ট্রাকের কেবিনে বাম পাশে বসে থাকা হেলফার( শ্রমিক) রেজওয়ান(২৫) ঘটনাস্থলেই ইন্তেকাল করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। নিহত রেজাওয়ান কলারোয়া পৌরসভার গোপীনাথপুর (উত্তর পাড়া) রেজাউল ইসলামের বড় ছেলে। ট্রাকের ড্রাইভার( চালক) মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রযেছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।