দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বিভিন্ন বাজারে মৌসুম ভিত্তিক আম ক্রয়- বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে৷ সরকারি সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার( ৬ মে) কেরালকাতা ইউনিয়নের সিংগা বাজারে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি ব্যবসায়ী ফজলুর রহমান, সাবেক ইউপি সদস্য ওসমান গণি, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ডাঃ ফজলুর রহমান, ব্যবসায়ী আনারুল ইসলাম,তুহিন হোসেন, রেজাউল করিম, শহিদুল, সহ আম ব্যবসায়ী ও আম চাষীগণ।
উদ্বোধনকালে ফিরোজ আহম্মেদ স্বপন বলেন ক্ষতিকর কীটনাশকমুক্ত নিরাপদ আম বাজারজাতকরণের স্বার্থে আমে স্প্রে নিয়ন্ত্রন সহ সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আম চাষী ও ব্যবসায়ীদের ক্রয়- বিক্রয়ের উপর গুরুত্ব আরোপ করেন। অনুরুপভাবে দমদম, সোনাবাড়িয়া, বেলতলা ও কাজীরহাট সহ বিভিন্ন বাজারে আম বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে বলে জানা যায়।