দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় শিক্ষক- সুপারভাইজারগনের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা উন্নয়ন পরিষদ (উপ) ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্ব কর্মশালায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মনিটারিং অফিসার মিজানুর রহমান, গাজী শামিম হোসেন, প্রোগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম, ইবাদুল ইসলাম সহ শিক্ষক ও সুপারভাইজারগণ। প্রশিক্ষণে উপজেলার ৩৫ জন শিক্ষক ও ৩ জন সুপারভাইজার অংশগ্রহন করেন বলে জানা যায়।