ইউরেকা ফিলিং স্টেশনের বিরুদ্ধে অনলাইন নিউজ পোর্টাল সমাজের আলো-তে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সাতক্ষীরা সদরের তুজুলপুর থেকে প্রকাশিত সমাজের আলো নামে একটি অনলাইন নিউজ পোর্টাল যার সম্পাদক ও প্রকাশক মো: ইয়ারব হোসেন।
আজ বৃহস্পতিবার ৩ মার্চ দুপুর ১২টার দিকে কলারোয়া উপজেলার স্বনামধন্য ইউরেকা ফিলিং স্টেশন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিছু মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মানহানিকর তথ্য ছড়িয়ে ৩ মিনিট ৩৯ সেকেন্ড এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ‘সমাজের আলো’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। যেখানে ইউরেকা তেলপাম্প কর্তৃপক্ষের কোন বক্তব্য না নিয়েই ভিডিওটি মানহানিকর ভাবে প্রকাশ করা হয়েছে।
ভিডিওতে মেহেদী হোসেন নামের যে যুবকের বক্তব্য প্রকাশ করা হয়েছে তা ভিত্তিহীন ও অজ্ঞতাবশত হয়েছে বলে এস এম নিউজ ২৪ নামের একটি অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন অনলাইনে ভিডিও বক্তব্য দিয়ে জানিয়েছেন। এমনকি প্রকাশিত ভিডিওতে ঐ যুবকের সঠিক নাম মেহেদীর পরিবর্তে মিথ্যা নাম সুমন ব্যবহার করা হয়েছে।
দীর্ঘদিন যাবত ইউরেকা ফিলিং স্টেশন থেকে কলারোয়া থানা, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, পৌরসভা, সাতক্ষীরা লাইন পরিবহনসহ বিভিন্ন অফিস তেল নিয়ে থাকেন। একদল কুচক্রী মহল গণমাধ্যমকে ভুল বুঝিয়ে তেল পাম্পের সুনাম ক্ষুন্ন করতে ঐ মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন।
অতএব ‘সমাজের আলো’ নামের ফেসবুক পেজে প্রকাশিত ইউরেকা ফিলিং স্টেশনের ঐ ৩ মিনিট ৩৯ সেকেন্ড ভিডিওটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। উক্ত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তোজামউদ্দিন
ম্যানেজার, ইউরেকা ফিলিং স্টেশন, কলারোয়া, সাতক্ষীরা।